• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অবৈধ গর্ভপাত ঢাকার বাইরের ক্লিনিকেও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৭, ১৩:০৮

রাজধানীর বাইরে হবিগঞ্জেও চলছে চিকিৎসার নামে অবৈধ প্রাইভেট ক্লিনিকের রমরমা ব্যবসা। জেলার ৬৮টি ক্লিনিক ও হাসপাতালের মধ্যে ২৭টিরই নেই কোনো লাইসেন্স। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কমিশন লাভের আশায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগিদের সঙ্গে প্রতারণা করে এসব প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।

এসব ক্লিনিকে নেই দক্ষ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম।চিকিৎসকদের বিরুদ্ধেও রয়েছে দায়িত্বহীনতার অভিযোগ। এছাড়াও ক্লিনিকগুলোতে চলছে অবৈধ গর্ভপাত ও অপচিকিৎসা। গেলো এক মাসে চিকিৎসকদের অবহেলায় ৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

এসব ঘটনার পর রোগির স্বজনদের সঙ্গে চিকিৎসকদের বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি নানা জটিলতার শিকার হন।যা জীবনের শেষদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়।

অন্যদিকে, নরমাল ডেলিভারিতে মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং গর্ভকালীন জটিলতাগুলোও দ্রুত কেটে যায়।

এদিকে, অবিলম্বে এসব লাইসেন্সবিহীন ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh