• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেশি দামে সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের

এ আর বাদল

  ২৮ নভেম্বর ২০১৭, ১২:৫৮

রাজধানীর বাজারগুলোতে সব ধরনের শীতের সবজি আসতে শুরু করেছে।

প্রতিদিন ভোরেই দেশের বিভিন্ন এলাকা থেকে শাক-সবজি ভর্তি ট্রাকের পর ট্রাক আসছে রাজধানীর সবচে বড় সবজির আড়ত কারওয়ান বাজারে।

শীতের সবজি ভর্তি এসব ট্রাকই বলে দেয় সরবরাহের কোনো কমতি নেই। তবে অদৃশ্য কোনো কারণে সহনশীল দামে এসব সবজি কিনতে পারছে না ক্রেতারা।

ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, কাঁচা টমেটোসহ সব ধরনের সবজির জোগান বেশ ভাল।

খোদ পাইকাররাই স্বীকার করছেন, উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকরা বাড়তি দাম না পেলেও পথে পথে চাঁদাবাজির কারণেই কয়েকগুণ বেশি দামে সবজি কিনতে হয় ক্রেতাদের। একই অভিযোগ খুচরা বিক্রেতাদেরও।

এছাড়া সবজি কিনতে আসা পাড়া-মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগও প্রায় একই রকম।

তবে তারা বলছেন, বিভিন্ন জেলা থেকে সব ধরনের সবজির সরবরাহ ভাল থাকায় দাম কিছুটা কমতে শুরু করেছে।

যেভাবে সরবরাহ বাড়ছে পরিবহনে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে কম মূল্যেই সবজি পৌঁছাবে সবার ঘরে ঘরে। এমনটাই বলছেন পাইকারি বিক্রেতারা।

এদিকে ক্রেতারা বলছেন, শীতের এই মৌসুমে পর্যাপ্ত পরিমাণ সবজি রাজধানীর বাজারগুলোতে আসলেও দামের কোনো কমতি নেই। কী কারণে সবজির এই দাম বৃদ্ধি সেই রহস্য কিছুতেই জানা যাচ্ছে না।

কারওয়ান বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা জানান, শীতের দিনে সবজির এত দাম এর আগে কোনোদিন দেখিনি।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
মেহেরপুরে পেঁয়াজ, রসুন ও আদার দাম বৃদ্ধি, ক্রেতা নেই সবজির 
X
Fresh