• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বকীয়তা হারাচ্ছে ঋতু বৈচিত্র্য

মুক্তা মাহমুদ

  ২৬ নভেম্বর ২০১৭, ১৫:১৪

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্টে যাচ্ছে বৈশ্বিক আবহাওয়ার চালচিত্র। বাংলাদেশও যার বাইরে নয়।

এতে স্বকীয়তা হারাচ্ছে ঋতু বৈচিত্র্য। জলবায়ুর এমন পরিবর্তনে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদন।

এমন পরিস্থিতিতে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার মতো ঘাতসহিষ্ণু কৃষিজাত পণ্যের উৎপাদনে ঝুঁকছে বাংলাদেশ।

পাশাপাশি চেষ্টা করা হচ্ছে অন্যান্য কৃষি পণ্য উদ্ভাবনেরও।

গেল এপ্রিলে হাওরে আকস্মিক বন্যায় একরের পর একর জমি পানির নিচে তলিয়ে যায়।

এরপর উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় আগাম বন্যা দেখা দেয়। তাও আবার দফায় দফায়। সব মিলিয়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় দেশবাসীকে। যার রেশ টানতে হবে আগামী বছর পর্যন্ত।

প্রকৃতির এমন খেয়ালিপনাকে জলবায়ু পরিবর্তনের সরাসরি চিত্রই বলা যায়। যা কৃষিনির্ভর বাংলাদেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বক্তীয়ার হোসেন বলেন, জলবায়ুর পরিবর্তনে ঋতু তার নিজস্বতা হারাচ্ছে।

ফলে অসময়ে বন্যা হচ্ছে। বাড়ছে তাপমাত্রা। প্রকৃতির এমন খেয়ালিপনায় মাটি হারাচ্ছে গুণাগুণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া ও তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক ড. মাজহারুল আজিজ জানান, আবহাওয়ার পরিবর্তনে কমছে কৃষি উৎপাদনও।

তাই চেষ্টা করা হচ্ছে প্রকৃতির সঙ্গে খাপ খায় এমন জাতের ফসল উৎপাদনের।

তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ঘাতসহিষ্ণু বীজের সহজলভ্যতা এবং রক্ষণাবেক্ষণে সচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন এই বিশেষজ্ঞ।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
উষ্ণতম মার্চ দেখলো বিশ্ব
‘লবণাক্ত হয়ে যেতে পারে ঢাকার চারপাশের জমি’
X
Fresh