• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পোল্ট্রি শিল্পে বাড়ছে বিনিয়োগ

মাইদুর রহমান রুবেল

  ১৪ নভেম্বর ২০১৭, ১৪:১২

বর্তমানে বাংলাদেশের মোট মাংসের চাহিদার ৪০ থেকে ৪৫ শতাংশই যোগান দেয় পোল্ট্রি শিল্প। ফলে এই শিল্পে বিনিয়োগ বাড়ছে।

আর এই বিনিয়োগ বাড়ার কারণে বাজারে যে পরিমাণ ডিম, মুরগি, বাচ্চা এবং ফিডের প্রয়োজন তার শতভাগ এখন উৎপাদিত হচ্ছে বাংলাদেশে।

আশির দশকে যাত্রা শুরু হওয়া পোল্ট্রি শিল্পের বাণিজ্যিক রূপ পায় ৯০ এর দশকে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে শিল্পটি এখন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দিনে দিনে বিনিয়োগও বাড়ছে এই শিল্পে।

৮০ দশকে এ শিল্পে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র এক হাজার ৫০০ কোটি টাকা। আর বর্তমানে এ শিল্পে বিনিয়োগের পরিমাণ ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে ২০২১ সাল নাগাদ এই শিল্পে বিনিয়োগ হবে ৫৫ থেকে ৬০ হাজার কোটি টাকা।

পোল্ট্রি শিল্প সমন্বয় পরিষদের আহ্বায়ক মশিউর রহমান জানান, সঠিক নীতিমালা না থাকায় ইচ্ছে মতো খামার তৈরি করে অনেকেই ঝুঁকির মুখে পড়ছে।

এছাড়া চাহিদার তুলনায় যোগান বেড়ে যাওয়ায় এসব পোল্ট্রি মুরগির দাম কমেছে বলে মনে করেন খামারিরা।

এদিকে সংশ্লিষ্টরা মনে করেন, পোল্ট্রির মাংস এবং ডিম রপ্তানি বাড়ানো গেলে একদিকে যেমন খামারিরা ন্যায্য দাম পাবেন অন্যদিকে বিকশিত হবে এই শিল্প।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh