• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

আমদানি হচ্ছে বিকট শব্দের হাইড্রোলিক হর্ন!

মুক্তা মাহমুদ

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪১

মোটরযানের খুচরা যন্ত্রাংশের দোকানে থরে থরে সাজানো হাইড্রোলিক হর্ন। বাজারে কাটতিও অনেক। অথচ আইনের চোখে এগুলো ব্যবহার নিষিদ্ধ অথচ আমদানিতে নেই নিষেধাজ্ঞা। আবার বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। এমন হ-য-ব-র-ল অবস্থার জন্যই অবাধে হাইড্রোলিক হর্ন আমদানি করছেন ব্যবসায়ীরা।

আমদানিতে নিষেধাজ্ঞা না থাকায় প্রতিবেশী ভারত ও চীন থেকে বিকট শব্দের এসব হর্ন আমদানি করছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি নির্বাহীর প্রধান সৈয়দা রেজোয়ানা হাসান বলেন, নিষিদ্ধ এই হর্নের ব্যবহার বন্ধে বিআরটিএ’র আইন ও জাতীয় রাজস্ব বোর্ডের আমদানি নীতির মধ্যে সমন্বয় করে কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করা জরুরি বলে মনে করেন।

এছাড়া আইনের দুর্বল প্রয়োগের কারণে নিষিদ্ধ হর্নটির ব্যবহার থামছে না বলে মনে করেন তিনি।

তবে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।

রাজধানীর শব্দদূষণের অন্যতম মূল উপকরণ হাইড্রোলিক হর্ন। তাই শব্দদূষণ নিয়ন্ত্রণে দরকার এসব হর্নের আমদানি বন্ধ করা। জরুরি ভিত্তিতে যা এখনই করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ, প্রাণে বাঁচলেন যাত্রীরা
সুখবর দিল বিআরটিএ
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
X
Fresh