• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে বাড়ছে কাচ দিয়ে ভবন তৈরির প্রবণতা (ভিডিও)

আতিকা রহমান, আরটিভি

  ২২ জুলাই ২০১৭, ১৫:৩৪

একের পর এক বহুতল ভবন নির্মাণের পাশাপাশি রাজধানীতে বাড়ছে গ্লাস বা কাচ দিয়ে ভবন তৈরির প্রবণতা। রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এ রকম গ্লাসে ঘেরা বহুতল ভবন চোখে পড়ে। অনেকেই ভবনের চারপাশে দেয়ালের বদলে ব্যবহার করছেন মোটা কাচ।

কাচের ব্যবহার করায় ভবনগুলো বাইরে থেকে দেখতে সুন্দর লাগে। ফলে ভবন মালিকরাও কাচের ব্যবহারের দিকে ঝুঁকছেন। এ কারণেই বাণিজ্যিক ভবনের পাশাপাশি অনেক বাসা-বাড়ি বানানো হচ্ছে গ্লাস দিয়ে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান আরটিভি বলেন, উন্নত দেশে গ্লাসের তৈরি ভবনের ব্যবহার থাকলেও বাংলাদেশের আবহাওয়ার জন্য তা উপযোগী নয়। ইটের দেয়াল অনেক দীর্ঘস্থায়ী হয়। কাচ দিয়ে বানানো ভবন কম টেকসই। তাই বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ উপযোগী ভবন তৈরি করতে স্থপতি এবং ভবন মালিকদের পরামর্শ দেন তিনি।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, গ্লাসে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এ ধরনের ভবনের চারপাশে বেশি মাত্রায় তাপ উদগীরণ হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর।

এছাড়া ভবন তৈরির অনুমতি দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা।

আরকে/জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh