• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রমজানে তীব্র পানি সংকটে বিপর্যস্ত রাজধানীবাসী

এহতেরামুল হক

  ০৯ জুন ২০১৭, ১২:৫২

চলতি শুষ্ক মওসুমে রাজধানীতে পানির সংকট তীব্র আকার নিয়েছে। প্রায় তিন মাস ধরে পানি নেই মিরপুর ১৪ নম্বর এলাকার বেশ কয়েকটি মহল্লায়। আর রমজানের ঠিক আগে সংকট শুরু হয়েছে, সায়েদাবাদ, যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েক এলাকায়। পানি না থাকায় দিনের স্বাভাবিক কাজ-কর্মও ঠিকভাবে করতে পারছেন না স্থানীয়রা। ভোগান্তিটা সবচে’ বেশি নারী-শিশু-বৃদ্ধদের। তিন মাস ধরে চলা পানির সংকটে ভোগান্তি চরমে ঠেকেছে এলাকাবাসীর।

দীর্ঘদিন ধরে ঠিকমতো পানি না পাওয়ায় বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়ারা। ফলে বাড়িতে বাড়িতে ঝুলছে সাইনবোর্ড।

একদিকে ভ্যাপসা গরম অন্যদিকে পানির সংকটে রমযানে ভোগান্তি চরমে ঠেকেছে এলাকাবাসীর।

এ বিষয়ে বারবার ওয়াসা অফিসে অভিযোগ করেও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাই সব কাজ ফেলে দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের।

পানির দাবিতে এরইমধ্যে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছেন ইব্রাহিমপুরবাসী। পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগেই সমস্যার দ্রুত সমাধান চাইলেন তারা। এতো চেষ্টার পরও কোনভাবেই সুরাহা হচ্ছে না এ সমস্যার।আর কবে নাগাদ হবে বলতেও পারেন না স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

এ বিষয় নিয়ে আরটিভি টিম স্থানীয় ওয়াসা কার্যালয়ে কথা বলতে গেলে ক্যামেরার সামনে আসতে রাজী হননি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • এক্সক্লুসিভ এর পাঠক প্রিয়
X
Fresh