• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অস্কার উপস্থাপনায় ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৭

হলিউডের দাপুটে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। 'টাইটানিক' সিনেমার জন্য ধরেই নেয়া হয়েছিলো তিনি হয়তো অস্কার জিতেই যাবেন। কিন্তু এরপর অনেক চড়াই উতরাই পাড় করতে হয়েছে এ ডিক্যাপ্রিও।

বিখ্যাত এ অভিনেতা অস্কারের জন্য ৬ বার মনোনয়ন পেয়েছিলেন। তবে অস্কার নামক সেই সোনার হরিণটি তার হাতে আসে গেলো বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। 'রেভেন্যান্ট' সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ডিক্যাপ্রিও।

এবার ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। ২৬ ফেব্রুয়ারি হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারে বসছে অস্কারের ৮৯তম আসর।

অস্কারের রীতি অনুযায়ী অস্কারজয়ী সাবেক তারকাদের মধ্য থেকে থাকছেন উপস্থাপনায়। ডিক্যাপ্রিওর সঙ্গে থাকছেন আরো চার অস্কারজয়ী। তাদের মধ্যে মার্কিন অভিনেত্রী ব্রি লারসনও রয়েছেন। এ দু'জনকে আসরের প্রথম অংশের উপস্থাপনায় দেখা যাবে।

লিওনার্দো ডিক্যাপ্রিও ১৯৯০ সালে বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯১ 'ক্রিটার থ্রি' সিনেমার মাধ্যমে তার হলিউড যাত্রা শুরু। একে একে কাজ করেছেন দিজ বয়েজ লাইফ, দ্য বাস্কেট বল ডাইয়ারিজ, রোমিও জুলিয়েট, টাইটানিক, দ্য ম্যান ইন দ্য আইরন মাস্ক, বডি অব লাইসসহ অসংখ্য জনপ্রিয় সিনেমায়।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh