• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধরা পড়লো বিসমিল্লাহ খাঁ’র সানাই চোর

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৭, ১৫:০৮

বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খাঁ’র চারটি সানাই চুরির ঘটনায় তার নাতিকে আটক করেছে ভারতের পুলিশ। তার থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সানাই ও সানাই’র এক কিলোগ্রাম রুপা।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার আরো দু’জন স্বর্ণকারকে আটক করা হয়েছে। মাত্র ১৭ হাজার টাকায় তারা এ সানাইগুলো কিনেছিলো বলে জানা যায়।

এ ব্যাপারে পুলিশের কর্মকর্তা এস আনন্দ জানান, প্রথম থেকেই সন্দেহ ছিল পরিবারের মধ্য থেকেই কেউ এ সানাই চুরি করেছেন। সবার ওপরেই নজর ছিল। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ’র নাতি নাজরে হাসান ওরফে সাদাবকে জেরা করলে সে চুরির বিষয়টা স্বীকার করে নেন।

গেলোমাসে বেনারসে বিসমিল্লাহ খাঁ’র ছেলে কাজিম হুসেইনের বাড়ি থেকে সানাইগুলি চুরি হয়। সাদাবই প্রথম সানাই চুরির বিষয়টি পুলিশে জানিয়েছিলো এবং মামলা করেছিলো।

পুলিশ জানায়, শুধুমাত্র টাকার লোভেই সানাইগুলো চুরি এবং বিক্রি করে সাদাব। এগুলোর দাম কতো হতে পারে সে ব্যাপারে তার কোনো ধারণাই ছিলো না।

চুরি যাওয়া রুপার সানাইগুলো বিভিন্ন অনুষ্ঠানে বাজাতেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh