• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সালমানের ওপরে হিরো আলম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৬, ২১:০২

বলা যেতে পারে, অসম্ভবকেই সম্ভব করলেন বাংলাদেশের হিরো আলম। ভারতে সার্চ ইঞ্জিন গুগলে খোঁজার দৌড়ে বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেললেন তিনি!

তাক লাগিয়ে দেয়া এ তথ্য ফাঁস করেছে বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আল্টিমেট ইন্ডিয়ান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রতি বছরই গুগলে সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের তালিকা করে ইয়াহু ইন্ডিয়া। চলতি বছরও সেই তালিকা করতে জরিপ চালায় প্রতিষ্ঠানটি। তাতে দেখা যায়, ‘সুলতান’ তারকা সালমান খানকে ছাড়িয়ে গেছেন হিরো আলম। এ বছর বলিউড তারকার চেয়ে তাকেই বেশিবার খোঁজা হয়েছে।

ইন্টারনেটে ভারতে সবচেয়ে জনপ্রিয় দাবাং তারকা সালমান খান। দেশটিতে ভারতীয় তারকাদের মধ্যে তাকে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে। তবে পেছনে রয়েছেন অখ্যাত হিরো আলম’র।

সংবাদমাধ্যমটি আরো জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশের হিরো আলম। ইউটিউবে প্রকাশিত তার ভিডিওগুলো অনেক জনপ্রিয়। ভিডিওগুলোর নির্দেশনা দেন তিনি। এগুলোর মূল চরিত্রে অভিনয়ও করেন। দেখতে কুৎসিত, কর্মকাণ্ডও ব্যতিক্রম। তাই মানুষ তাকে নিয়ে সমালোচনা ও হাসাহাসি করতে ছাড়েন না। এসব বিষয়ই তাকে তুমুল জনপ্রিয় করে তুলেছে।

হিরো আলমের আসল নাম আশরাফুল আলম। বাড়ি বগুড়া। পেশায় ক্যাবল অপারেটর ব্যবসায়ী। ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে ভিডিও প্রচার করেন। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নায়িকাসহ অভিনয় করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেন হিরো আলম। তবে ভোটে জিততে পারেননি।

চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ঝড় তোলেন হিরো আলম। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে। ক্রিকেটার, তারকা অভিনেতাদের সঙ্গে সেলফি তোলাসহ নানা কারণে আলোচনায় থাকেন মূলধারার গণমাধ্যমে। বিজ্ঞাপনেও কাজ করেছেন। কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। ভারতে সার্চ ইঞ্জিন গুগলে খোঁজার দৌড়ে সালমান খানকে পেছনে ফেলে ফের আলোচনায় আসলেন তিনি।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh