• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দেশের গান নিয়ে আব্দুল হাদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৬, ১৩:০৯

ফের দেশের জন্য গান গাইলেন বাংলাদেশের সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী সৈয়দ আব্দুল হাদি। 'সেই দেশেতে জন্ম আমার' গানটির কথা ও সুরকার করেছেন এস আই শহীদ এবং সঙ্গীত আয়োজনে শচী শামস্।

গানটি প্রসঙ্গে আব্দুল হাদি বলেন, গানটির কথা ও সুর দুটোই আমাদের দেশের দেশাত্মবোধক গানের ঐতিহ্যের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ, গানটি সুরের মধ্যে মাধুর্য রয়েছে আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

এস আই শহীদ আরটিভি অনলাইনকে বলেন, যার গান শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি সেই আব্দুল হাদি (স্যারের) গান করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। গানটি শ্রোতাদের দেশাত্মবোধ প্রেমকে ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।

সিডি চয়েসের ব্যানারে গানটি প্রকাশিত হতে যাচ্ছে পাশাপাশি জিপি মিউজিকেও শোনা যাবে।

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল আরটিভি অনলাইনকে বলেন, দেশের প্রতি ভালোলাগা ও দেশপ্রেম সব সময়ই কাজ করে। কিন্তু কখনো সেটা প্রকাশ করার সুযোগ হয়নি। এ গানের মাধ্যমে কিছুটা হলেও সেটা করতে পেরেছি।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh