• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘এক পায়ে নূপুর পরে আব্বাকে বললাম, এটা ফ্যাশন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৮, ১০:৪৯
ছবি: সংগৃহীত

সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছুই। ছেলেবেলার ঈদের আনন্দও কী বড় হলে এসে বদলে যায়? কেউ কেউ মনে করেন ঈদের আনন্দ ছেলেবেলায় বেশি অনুভব করা যায়। আবার অনেকে বলেন, ছেলেবেলা-বড়বেলা সব সময়ই ঈদের আনন্দ অসীম।

এই প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান বলেন, ‘বড় হয়ে এখন দায়িত্ব বেড়েছে। সেই ছোটবেলার ঈদের আনন্দ ভীষণ মিস করি। এখন ছোটদের মধ্যে ঈদ নিয়ে উন্মাদনা দেখতে ভালো লাগে।’

ছেলেবেলার ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে এই গুণী ব্যক্তিত্ব বলেন, ‘ছেলেবেলার ঈদ ভীষণ আনন্দে কাটতো। কতো হৈ চৈ করতাম চাঁদরাতে, মেহেদী পরা নিয়ে। আব্বা, আমাদের শপিংয়ে নিয়ে যেতেন।’

লায়লা হাসান বলেন, ‘একবার ঈদে আব্বা আমাকে মার্কেটে নিয়ে গেলেন। একজোড়া নূপুর আমার খুব পছন্দ হলো, তিনি কিনে দিলেন। আমিও মহাখুশি। সারারাত নূপুর পরছি, আবার খুলে রাখছি। কখন সকাল হবে তাই ভেবে। এরকম করতে করতে একটা নূপুরের নব ভেঙে গেলো। ভয় পেযে গেলাম, আব্বা দেখতে পেলে কি বলবেন?’

তিনি আরও বলেন, ‘ঈদের দিন আমি এক পায়ে নুপুর পরলাম। তা দেখে আব্বা জিজ্ঞেস করলেন, এক পায়ে কেনো পড়েছো? আমি ছোট মানুষ বুদ্ধি খাটিয়ে বললাম, আব্বা এটা ফ্যাশন। এটা বলেই তৎক্ষণাৎ রেহাই পেয়েছিলাম।’

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh