• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অভিযোগ ভিত্তিহীন, বললেন আসিফের আইনজীবী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১২:২০
ছবিতে আসিফ আকবর

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার রাত দেড়টা নাগাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এফডিসির কাছে তার অফিস থেকে গ্রেপ্তার করে আসিফকে। বুধবার এই শিল্পীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরে আসিফের আইনজীবী মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘আসিফের বিরুদ্ধে কপি রাইটেরে অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। শফিক তুহিন যে অভিযোগ করছেন তার আদৌ কোনো ভিত্তি নেই। এটা আদৌ সত্য নয়।’

এদিকে শফিক তুহিন তার দায়ের করা এজাহারে অভিযোগ করেছেন, ‘গত ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে একটি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন।’

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘আমরা পরিবারের সবাই খুবই বিব্রত’
--------------------------------------------------------

এজাহারে শফিক তুহিন আরও উল্লেখ করেন, ‘ঘটনাটি জানার পর তিনি গত ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই বিষয়টা উল্লেখ করে একটি পোস্ট দেন। তার সেই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন।’

আরও পড়ুন :

পিআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
X
Fresh