• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ের ‘পাপ কাহিনি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ২১:৩৭

ছোট পর্দার জনপ্রিয় মুখ শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন বড় পর্দাতেও। তবে টেলিভিশনের মতো চলচ্চিত্রে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

বর্তমানে তিনি উপস্থাপনার মাধ্যমে আবারও আলোচনার তুঙ্গে। দেশের অন্যতম জনপ্রিয় উপস্থাপক বলা হচ্ছে তাকে। কোনো অনুষ্ঠানে জয় উপস্থাপক থাকা মানে তার জনপ্রিয়তা ঊর্ধ্বদিকে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

এবার উপস্থাপনা নয় নতুন একটি ঘোষণা দিয়েছেন জয়। আর তা হলো পরিচালক হিসেবে ক্যারিয়ারের তৃতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

তার এই নতুন ছবির নাম ‘পাপ কাহিনি’। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা, তমা মির্জা ও ইমন।

ছবিটি নিয়ে জয় বলেন, ‘আমার ছবির গল্পটা মিডিয়ার দুই সেলিব্রেটি বোনকে নিয়ে। আমাদের দেশে যেমন ববিতা-চম্পা আপা, বলিউডে যেমন আছেন কারিশমা-কারিনা কাপুর। এমন দুই তারকা বোনের চরিত্রে অভিনয় করবেন সাবা ও তমা। ছবিটিতে তারা দুজনেই ভালো করবেন বলে আমার বিশ্বাস।

‘পাপ কাহিনি’ ছবিতে একজন টেলিভিশন সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে জয়কে। চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে থাকবেন খ্যাতিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয়।

এর আগে ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন জয়।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh