• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লাভেলো আর জেনারেশনে কৃষ্ণপক্ষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৮, ১৫:৩৪

অনেক দিন ধরে বাংলাদেশের তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের নিয়ে কোনো কাজ হচ্ছে না। বাংলাদেশের টেলিভিশন জগতে তরুণ শিল্পীদের মেধার প্রকাশ ঘটানোর তেমন কোনো প্লাটফর্ম নেই।

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি উদ্যোগ নিয়েছে মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সামনে তুলে ধরার।

সেই লক্ষ্যে লিজেন্ড ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর উপস্থাপনায় আরটিভিতে শুরু হয়েছে ‘লাভেলো আর জেনারেশন’। এবারের পর্বে অংশগ্রহণ করেছে ব্যান্ড কৃষ্ণপক্ষ।

অনুষ্ঠানটি নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘এ প্রজন্মের শিল্পীদের গানের সুযোগ তৈরি করে দিতে হবে। আমার মনে হয় নতুন ব্যান্ডশিল্পীদের জন্য আরটিভি ও লাভেলোর এই আয়োজনটি যে সুযোগটি করে দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

তিনি আরও বলেন, ‘তরুণ এই ব্যান্ড দলগুলো অসাধারণ পারফর্মেন্স করেছে। তাদের পারফর্মেন্স দেখে আমি মুগ্ধ। এই প্লাটফর্মটি কাজে লাগিয়ে তরুণ শিল্পীরা অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

এই অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছে ২৬টি ব্যান্ড। একেকটি ব্যান্ড নিয়ে হচ্ছে একেকটি পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহ আমীর খসরু।

ব্যান্ড মিউজিক্যাল শো ‘লাভেলো আর জেনারেশন’ আরটিভিতে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার রাত ১০টায়।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh