• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথম পারিশ্রমিক পাই ১০ টাকা : জুয়েল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৬, ১৩:২৫

হাসান আবিদুর রেজা জুয়েল। সঙ্গীত শিল্পী হিসেবেই শ্রোতাদের কাছে পরিচিত। এর বাইরেও উপস্থাপনা, অনুষ্ঠান তৈরি ও পরিকল্পনায় বেশ খ্যাতি রয়েছে । সবার প্রিয় মানুষটি জানালেন ক্যারিয়ারের প্রথম ও ভালোলাগা। আরটিভি অনলাইন তুলে ধরছে সেসব।

প্রথম স্টেজ শো: চতুর্থ শ্রেণিতে পড়ার সময়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। 'ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি' গান গেয়েছিলাম।

প্রথম পারিশ্রমিক: ওই অনুষ্ঠানে ১০ কিংবা ১৫ টাকা একটা সাদা খামে দেয়া হয়েছিল। সেটি ১৯৭৮-৭৯ এর সময়কার কথা।

প্রথম প্রেম: প্রচুর প্রেমে পড়তাম। তবে খারাপ অর্থে নয়। এখনকার সময়ে তো ওইটাকে ক্রাশ বলে। ছোট বেলা থেকেই নায়িকাদের প্রেমে পড়তাম। যাকে দেখতাম তাকেই ভালো লাগতো। শম্পা রেজা থেকে শুরু করে সুবর্ণ মোস্তফাসহ অনেকেরই প্রেমে পড়েছি। মফস্বল শহরে বড় হয়েছি ওই সময় হয়তো এক ঘণ্টা টিভি দেখার সুযোগ পেতাম, আর মাসে একদিন সিনেমা।

প্রথম অ্যালবাম: 'কুয়াশা প্রহর' ১৯৯৩ সালের কথা। লিজেন্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে।

ভালো লাগা: মানুষজন নিয়ে থাকতে খুব পছন্দ করি।

অবসর: ইদানিং অবশ্য অবসর পাই। সময় পেলেই পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাই। চলচ্চিত্রও দেখা হয়। তবে একা থাকা অবস্থায় গান শুনতে ভালো লাগে। ইন্টারনেটে নতুন বিষয় জানতে সার্চ করি।

প্রিয় শিল্পী: প্রিয় শিল্পীর লিস্ট অনেক লম্বা। বাংলা, হিন্দি, ইংরেজি সব গানের পাশাপাশি নতুন নতুন যে শিল্পীর গান বাজারে এসেছে সে গানও শুনি।

অ্যালবাম: এরই মধ্যে একটি অ্যালবামের কাজ শুরু করেছি। এখন পর্যন্ত অর্ধেক কাজ শেষ হয়েছে। এ বছরই শ্রোতাদের অ্যালবামটি উপহার দেয়ার ইচ্ছে আছে। সঙ্গীত আয়োজন করছেন বাপ্পা মজুমদার।

নতুনদের উদ্দেশ: সঙ্গীতে টিকে থাকার জন্য যেসব গুণ থাকা দরকার তার চর্চা করতে হবে। ভালো গায়কের সঙ্গে ভালো মানুষ হতে হবে।

এইচএম/এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh