• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রুনার অভিষেক, হালদা নাকি ছিটকিনি?

পাভেল রহমান

  ২৩ নভেম্বর ২০১৭, ১২:৩১

সিনেমা হলে হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান। এই অভিনেত্রীর তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। কিন্তু কোন সিনেমায় প্রেক্ষাগৃহে অভিষেক হবে রুনার? আগামীকাল শুক্রবার মুক্তি পাবার কথা সাজেদুল আওয়াল পরিচালিত ছবি ‘ছিটকিনি’। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পেছানো হয়েছে।

অভিনেত্রী রুনা খান আরটিভি অনলাইনকে বলেন, গতকাল (বুধবার) দুপুর পর্যন্ত জানতাম ছবিটি মুক্তি পাবে। বিকেলে পরিচালকের কাছ থেকে জানতে পেরেছি ছবিটির মুক্তি পেছানো হয়েছে। তবে ১ ডিসেম্বর তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ মুক্তি পাবে। বলা চলে প্রেক্ষাগৃহে হালদা আমার অভিনীত প্রথম ছবি হতে যাচ্ছে।

এই অভিনেত্রী আরো বলেন, এর আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডিজিটাল চলচ্চিত্রে অভিনয় করেছি। যেগুলো সিনেমা হলে মুক্তি পায়নি। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। তাই হালদা ছবিটিকে বলা চলে প্রেক্ষাগৃহে আমার প্রথম সিনেমা। ভেবেছিলাম ‘ছিটকিনি’ হবে প্রথম। কিন্তু এই ছবিটির মুক্তি যেহেতু পেছানো হয়েছে; এখন ‘হালদা’ মুক্তির অপেক্ষায় আছি। এরপর ২৯ ডিসেম্বর আমার অভিনীত ‘গহীন বালুচর’ মুক্তি পাবে।

ছিটকিনিতে ময়মুনা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল রইসউদ্দীন সরকার, সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক ও শিশুশিল্পী আপন।

একটি অংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল। ছবিটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন সাজেদুল আউয়াল। প্রযোজনা করেছে যোজনা প্রোডাকশনস ও ইমপ্রেস টেলিফিল্ম। ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া পালা’র উল্টো পালা হিসেবে ‘ছিটকিনি’র আখ্যানভাগ দাঁড় করানো হয়েছে।

মলুয়া চরিত্রের ঠিক বিপরীত সিনেমার স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনা; যে পঞ্চগড় রেলস্টেশনের অসুস্থ কর্মচারী কফিলের জন্য চরম আত্মত্যাগ করে এক মানবিক কাহিনির জন্ম দেয়।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh