• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘ক্রাচের কর্নেল’র ১৬

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ অক্টোবর ২০১৭, ১৪:৪৬

ঢাকার নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ শুক্রবার(১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’।

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ২০১৬ সালের ডিসেম্বরে ‘ক্রাচের কর্নেল’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

বটতলা সূত্রে জানা গেছে, নাটকটির ১৬তম প্রদর্শনী হতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কর্নেল আবু তাহেরের জীবনীভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্ণেল’।

উপন্যাস থেকে নাটক মঞ্চায়ন প্রসঙ্গে শাহাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাস নানা ক্রান্তির ভেতর দিয়ে চলেছে। আমাদের আত্মপরিচয়ের স্বার্থেই আমাদের ইতিহাসের, রাজনীতির আলোয় ছায়ায় থাকা প্রকাশ্য, প্রচ্ছন্ন নানা চরিত্র, ঘটনাকে আমাদের খুঁড়ে দেখা প্রয়োজন নানা বিতর্ককে বিবেচনায় রেখেই। ক্রাচের কর্নেল তেমন একটা প্রয়াস। এ শুধু এক কর্নেলের গল্প নয়, এ গল্প জাদুর হাওয়া লাগা আরো অনেক মানুষের, নাগরদোলায় চেপে বসা এক জনপদের, ঘোর লাগা এক সময়ের।’

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।

পোশাক পরিকল্পনা করেছেন হুমায়রা আখতার, কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা, আলোকসজ্জা করেছেন খালিদ মাহমুদ সেজান। এছাড়া আবহসঙ্গীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ।

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh