• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

প্রথম দিনেই সাড়ে চার কোটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৭, ১০:৪২

অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র পর দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা নিয়ে সারাদেশে চলছে উন্মাদনা। দেশের ১২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনেই সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে সাড়ে চার কোটি টাকার বেশি। এর মধ্যে নেট সেল ১ কোটি ৫ লাখ টাকা। এই তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক দীপংকর দীপন।

দীপন বলেন, ঢাকা অ্যাটাকের পরিবেশক অভি কথাচিত্রের অভি জানালো প্রথম দিনেই সারাদেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকেট বিক্রি হয়েছে। এটা গ্রস সেল, নেট সেল ১ কোটি ৫ লাখ। এটা রেকর্ড।

ঢাকার একাধিক সিনেমা হলে দেখা গেছে, দর্শকের উপচেপড়া ভিড়। বিভিন্ন জেলা শহরেও দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে ছবিটি। এ নিয়ে উচ্ছ্বসিত সিনেমাটির কাহিনীকার সানী সানোয়ার। তিনি বলেন, দেশীয় চলচ্চিত্রাঙ্গনে এখন মুখে মুখে ‘ঢাকা অ্যাটাক’।

এদিকে ছবিটির পাইরেসি ঠেকাতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবিটির পাইরেসি করার উদ্দেশে নেওয়া পদক্ষেপ সংক্রান্ত তথ্য দিলে তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

পাইরেসি সংক্রান্ত তথ্য প্রদান করা যাবে নিকটস্থ থানা, ঢাকা অ্যাটাক ফেসবুক পেজের ইনবক্স ও ই-মেইলে (dhakaattack2017@gmail.com)। ছবিটির পরিবেশনা সংস্থা টাইগার মিডিয়া।

দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।

যৌথভাবে প্রযোজনা করেছে-স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।

এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল।

বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh