• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নাটকে মেধার প্রয়োগ হচ্ছে না : মোনালিসা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮

মোনালিসা তার ভুবন ভোলানো হাসির মাধ্যমে জয় করেছিলেন লাখো মানুষের ভালোবাসা। বাংলাদেশের সুপরিচিত এ মডেল-অভিনেত্রী শৈশব থেকেই সাংস্কৃতিক চর্চায় যুক্ত হয়েছিলেন।

মূলত মায়ের উৎসাহে নাচ শিখতে শুরু করেন তিনি। যদিও মোনালিসার ইচ্ছা ছিল গায়িকা হবার। জাতীয় শিশু অ্যাকাডেমী থেকে যাত্রা শুরু, নাচের প্রতিযোগিতায় প্রথম হয়ে সেই শিশু বয়সেই বাংলাদেশ দলের হয়ে তুরষ্ক সফর করেন।

পরে অবশ্য ডিপ্লোমা করেন বুলবুল ললিত কলা অ্যাকাডেমী থেকে। তারপর সুযোগ আসে ফেয়ার অ্যান্ড লাভলী-র প্রসাধন সামগ্রীর মডেল হয়ে কাজের।

দেশব্যাপি মডেল হিসেবে দ্রুত পরিচিত হয়ে ওঠেন মোনালিসা। দু’ হাজার সালের দিকে তিনি টিভিতে নাটকে অভিনয় করতে শুরু করেন।

প্রথম নাটক হানিফ সংকেত পরিচালিত পুত্রদায়। গেলো দেড় দশকে শত শত নাটক করেছেন, এখনো করছেন।

এখন আমেরিকায় বসবাস করছেন তিনি। আমেরিকার জীবন সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বললেন, এখানে একটা চাকুরি পাবার জন্য বাংলাদেশের মত প্রভাব খাটানোর দরকার পড়ে না, যোগ্যতার স্বীকৃতি আছে। জীবনের সব ক্ষেত্রে আছে শৃংখলা। যা কিনা বাংলাদেশে অনুপস্থিত!

বাংলাদেশের টিভি নাটক নিয়ে জানালেন তার উদবেগের কথা। নাটকের বাজেট কমে আসায় ভালো কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছেন অনেক নির্মাতা। আর এতে করে নাটকে মেধার প্রয়োগ হচ্ছে না। যার ফলে সবাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকা।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ জানুয়ারি : ইতিহাসে আজকের এইদিনে
X
Fresh