• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আরটিভির ঈদের ৬ষ্ঠ দিনের আয়োজনে যা থাকছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৫

সদা ভয় সদা লাজ

কবি মোশাররফ করিম কবিদেও যে রকম স্বভাব থাকে মোশাররফ তার উল্টো। কবিদের মত নম্র না। কিন্তু প্রেমিকা মিলির প্রেমে পড়ে তার স্বভাব পাল্টাতে থাকে। নানা বিপদে পড়তে থাকে মোশাররফ। এ রকম কাহিনি নিয়ে তৈরি হয়েছে একক নাটক: সদা ভয় সদা লাজ।

নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন ও পরিচালনায় শামস করিম। অভিনয়ে মোশররফ করিম, ফারহানা মিলি।

নাটকটি দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা ৩০ মিনিটে।

৭ পর্বের ধারাবাহিক ‘স্মার্ট বয় মালয়শিয়া’

ঘুরতে ঘুরতে এবার মালেয়শিয়া গেছেন স্মার্টবয় মোশাররফ। নিজেকে স্মার্ট দাবি করলেও তার পোশাকে কিংবা আচরনে সেটা ফুটে ওঠে না। বিদেশ গিয়ে ফুফুর বাসা খুঁজতে গিয়ে পড়ে একের পর এক ঝামেলায়। এ রকম কাহিনি নিয়ে তৈরি হয়েছে নাটক স্মার্ট বয় মালেশিয়া।

নাটকটি রচনা করেছেন শামীম জামান ও ফজলুল সেলিম। পরিচালনায় শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, ফারুক আহমেদ, সাজু খাদেম, তারিক স্বপন, নাবিলা ইসলাম, জয়রাজ, রোবেনা রেজা জুই, শামীম জামান। আরটিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত সন্ধ্যা ৬ টায় দেখানো হবে।

৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মাইন্ড লতিফ’

বি এ পাশ চঞ্চল। ইচ্ছে ছিলো উকিল হবেন। কিন্তু পারেননি। চাকুরি নাই। তাতে কি। যেহেতু গ্রামের সে বিএ পাশ করা ছেলে। তাকে সম্মান দিয়ে কথা বলতেই হবে। একটু এদিক ওদিক হলেই তিনি মাইন্ড করে বসেন। আর এ মাইন্ড করা তালিকায় প্রেমিকা, ভাই, ডাকাত থেকে শুরু করে নাপিতও বাদ যায় না। ৭ পর্বের ধারাবাহিক এ নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস, পরিচালনায় তাইফুর জাহান আশিক।

অভিনয়ে চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, ফজলুর রহমান বাবু, আখম হাসান, শাহনাজ খুশি, ফারুক আহমেদ, ইফফাত তিশা।

আরটিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৭ টা ৫০ মিনিটে দেখানো হবে নাটকটি।

৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মাহিনের অনেক সাধের ঘড়িটা’

ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক মাহিনের অনেক সাধের ঘড়িটা। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯ টা ৪০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, নাদিয়া নদী, আখম হাসান।

নাটকে দেখা যাবে, এবার ফাইনাল সিদ্ধান্ত। যেহেতু বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। মাহিন বিয়ে করবেন। একটা মেয়ে দেখে বেশ পছন্দও হয়ে যায়। হবু বউকে উপহার স্বরুপ সুইজারল্যান্ড থেকে বন্ধুর মাধ্যমে ১৫০ ডলারের একটি ঘড়িও কিনে উপহার দেন। বিয়েতে দাওয়াত দিয়েছেন তার পথে পাওয়া বন্ধুদের। তিশা, নাদিয়া নদী, ফারুক আহমেদসহ অনেকে মাহিনের আকদ এর দিন হাজির হন। মাহিন আংটি পড়াতে গিয়ে খেয়াল করেন পূর্বে যে মেয়ে দেখেছে এ মেয়ে সেই মেয়ে নয়। শুরু হয় মাহিনের পাগলামী। চিৎকার চেচাঁমেচি করে চলে আসে। তার সেই আগের মেয়েটাকে খুঁজতে থাকে। কিন্তু পূর্বে দেখা মেয়েটা প্রেমিকের হাত ধরে চলে গেছে। মাহিন মেয়েটাকে চায়। বিয়ে করলে সেই পূর্বে দেখা মেয়েটাকেই করবে। কোথায় পাবে সেই মেয়ে? শুরু হয় মাহিনের বিয়ে খেতে আসা বন্ধুদের নিয়ে মেয়ে খোঁজা অভিযান।

এক সময় মেয়েটাকে প্রেমিকসহ ধরে ফেলে মাহিন। শুরুতেই মেয়েটাকে বলে আমার দেয়া উপহার ঘড়িটা কই। মেয়েটা জানায় আমার প্রেমিকের টাকা ছিলো না ওটা বিক্রি করেছি। শুরু হয় এবার ঘড়ি খোঁজা অভিযান।

আবার কাইল্লা চোরা

ঈদ-উল-আজহা উপলক্ষে আরটিভিতে সম্প্রচারিত হবে গোয়েন্দা নাটক ‘আবার কাইল্লা চোরা’।

ঈদের ৬ষ্ঠ দিন ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে এ নাটক। নাটকটির মূল ভাবনা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানের। চিত্রনাট্য লিখেছেন মাতিয়া বানু শুকু।

মইনুল খানের রচনায় গেলো রোজার ঈদে প্রচারিত হয়েছিল ‘কাইল্লা চোরা’। ওই নাটকেরই সিকুয়েল ‘আবার কাইল্লা চোরা’।

নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, নাদিয়া, আ খ ম হাসান, শাহরিয়ার নাজিম জয়, আমিন।

সীমান্ত এলাকার চোরাচালানের ঘটনায় কাইল্লা চোরার অসাধারণ গোয়েন্দাগিরি এ নাটকের মূল বিষয়। হাস্যরস ও রহস্য ভরপুর এই নাটক।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh