• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা এভিল্ডসেন আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৭, ১৫:১২

অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক জন জি এভিল্ডসেন আর নেই। ৮১ বছর বয়সে তার জীবন রথ থেমে গেলো। অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি।

লস এঞ্জেলসের কেডার্স-সিনাই মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এভিল্ডসেনের মৃত্যু হয় জানিয়েছেন তার পুত্র অ্যান্থনি। খবর বিবিসি।

১৯৭৬ সালে সিলভেস্টার স্ট্যালোন অভিনীত কম বাজেটের চলচ্চিত্র 'রকি'র জন্য সেরা পরিচালকের অস্কার জিতে নেন এভিল্ডসে। এ পরিচালকের 'কারাতে কিডস'র তিনটি কিস্তিই হলিউড বক্স অফিস সেরার গৌরব অর্জন করে।

বিশ্ব চলচ্চিত্রাঙ্গনের অনেক ব্যক্তিই তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করে বিবৃতি দিয়েছেন।

১৯৭০ সালে চলচ্চিত্র 'জয়' নামে চলচ্চিত্র নির্মাণ করে ব্যাপক পরিচিতি পান। সুসান স্যারন্দন এবং পিটার বয়েলে অভিনীত ছবিটি বক্স অফিসে সাফল্য বক্স অফিসে বাজিমাত করে। তিনি 'লুজার' ছবিটি সমালোচকদের কাছে প্রশংসিত হয়।

সেভ দ্য টাইগার, দ্য ফর্মুলা, এ নাইট ইন হেভেন, হ্যাপি নিউজ ইয়ার, ট্রাভেলিং হোপফুলি, দ্য পাওয়ার অব ওয়ান, এইট সেকেন্ড, নেইবারসহ বহু ছবি নির্মাণ করেছেন এ নির্মাতা।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh