• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাদাম তুসোয় স্থান পাবে আশা ভোসলের মোমের মূর্তি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৭, ১৭:৪৫

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোসলে। প্রায় ৬ দশক ধরে সঙ্গীত অঙ্গনে কোটি মানুষের মনজয় করে আসছেন তিনি। এবার সেই সঙ্গীতশিল্পীর মোমের মূর্তি দেখা যাবে নয়া দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে।

এর আগে মাদাম তুসোর বলিউড মিউজিক জোনে সঙ্গীত দুনিয়ার বহু প্রবাদপ্রতিম শিল্পীর মোমের মূর্তি স্থান পেয়েছ‌ে। এবার সেখানেই নিজের জায়গা করে নিলেন আশা ভোসলে।

এ ব্যাপারে আশা ভোসেলে বলেন, আমি এ খবরে আনন্দিত ও রোমাঞ্চিত। আমাকে এ সম্মান দেয়ার জন্য মাদাম তুসো ও আমার ভক্তদের ধন্যবাদ। আমার মোমের মূর্তি রূপ পাবে, এটাতে আমি আবেগতাড়িত। আমি নিজেও সেই মোমের মূর্তি দেখার জন্য অপেক্ষা করে থাকব।

চুরা লিয়া হ্যায় তুমনে জো দিলকো, ইন আঁখো কি মস্তি সে, দম মারো দম, তু তু হ্যায় উহিসহ বহু গানে বারবার শ্রোতাদের মনজয় করে নিয়েছেন আশা। বলা ‌যেতে পারে, তিনি সঙ্গীতজগতের স্তম্ভ।

প্রবাদপ্রতীম এ সঙ্গীত শিল্পীর মূর্তি গড়তে শিল্পীর ১৫০ ছবি এবং বিভিন্ন মাপ নেয়া হয়েছে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh