• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যে তিনটি কারণে বন্ধ হতে পারে শিল্পী সমিতির নির্বাচন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৭, ১০:৪৬

দু'পক্ষের সংঘর্ষের কারণে কারো মৃত্যু হলে, দুর্যোগপ্রবণ আবহাওয়া এবং সরকার থেকে নির্দেশনা। এ তিনটি কারণ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বন্ধ হবার কোনো সম্ভাবনা নেই। রোববার সন্ধ্যায় এফডিসিতে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয়া হয়।

ক'দিন ধরেই শোনা যাচ্ছিলো শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খান নির্বাচন বন্ধ করতে চাইছেন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, এ নির্বাচন বন্ধের এখতিয়ার বর্তমান শিল্পী সমিতির সভাপতির নেই।

এর আগে ২২ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেছিলেন, তাকে দেয়া উকিল নোটিশের ফয়সালা না হলে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

মনতাজুর রহমান আকবর বলেন, নির্বাচন ৫ মে হবে। সে অনুয়ায়ী সকল প্রস্তুতি নিচ্ছি।

এবারের নির্বাচনে মোট ভোটার ৬২৩ জন। মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh