• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সমকামিতার অংশ কাটা হবে না : ডিজনি

অনলাইন ডেস্ক
  ১৫ মার্চ ২০১৭, ১৭:৪৩

মালয়েশিয়ায় মুক্তির জন্য ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার কোনো অংশ কাটা হয়নি এবং কাটা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডিজনি।

বুধবার বিবিসি জানায়, সমকামী বিতর্কের কারণে ডিজন’র ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ চলচ্চিত্র মালয়েশিয়া সরকার মুক্তি না দেয়ার সিদ্ধান্তের পর ডিজনি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

গেলো সপ্তাহে মুক্তির শুরুতেই বিতর্কের সৃষ্টি করে সিনেমাটি। এর প্রেক্ষিতে মালয়েশিয়ায় মুক্তির তারিখ পেছানো হয়।

আসছে বৃহস্পতিবার মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুভিটি মুক্তি দেয়ার কথা ছিল। দেশটিতে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় দু’আইনেই সমকামিতা নিষিদ্ধ।

মালয়েশিয়ার সেন্সর বোর্ড জানায়, চলচ্চিত্রটি প্রদর্শনে তারা অনুমতি দেবেন, কিন্তু সমকামী সম্পর্কিত কয়েকটি জায়গায় পরিবর্তন আনতে হবে।

তবে, খুব দ্রুতই চলচ্চিত্রটি মালয়েশিয়ায় মুক্তির বিষয়ে আশাবাদি দু’পক্ষ।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh