• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মার্চের আলোচিত ছবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মার্চ ২০১৭, ১৩:৫৭

মার্চ মাসে বেশ কয়েকটি ছবি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এত ঝড় ওঠে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আন্তর্জাতিক নারী দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে মার্কিন নারীরা অবরোধ কর্মসূচি পালন করেন।

'অ্যা ডে উইথআউট উইমেন' অর্থাৎ 'নারী শূন্য দিন' শিরোনামে এ কর্মসূচি পালনকালে এক মুসলিম নারীকে আটক করে নিউইর্য়ক পুলিশ।

পৃথিবীতে যত গুলো দেশ রয়েছে তার মধ্যে বিস্ময়কর একটি দেশ হল চীন। ভ্রমণ পিপাসুদের জন্য দেশটি সত্যি একটি চমৎকার জায়গা।

এর বিস্ময় আর অলৌকিকতার যেন শেষ নেই। দেশটি প্রতি মুহূর্তে পরিচয় করিয়ে দেয় নতুন কিছুর।

চীনের দক্ষিণ-পশ্চিমাংশে জিয়াংজির ফ্লাওয়ার পার্কে নারী দিবসের তোলা একটি ছবিতে দর্শনাথীদের দেখা যায়।

ম্যাডাগাস্কার রাজধানী আন্তানানারিভোতে সাইক্লোন এনাওয়ে শনিবার পর্যন্ত ৩৮ জন মারা গেছেন। এতে প্রবল বন্যায় ১০ হাজার মানুষ গৃহহীন পড়েছে।

জলশূন্যতা রোগে আক্রান্ত অবস্থায় ইরাকের মসুলে মায়ের কোলে পাঁচ মাস বয়সী এক শিশুর ছবি তোলেন রয়র্টাসের ফটোগ্রাফার। বায়তুল বশীর আহমেদ নামের ওই শিশুটি ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে পরিবারের সঙ্গে গৃহহীন পড়েছে।

রয়টার্সের তোলা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে নারী দিবসের অধিকার আদায়ের বিশাল মিছিলে একটি ছবি ব্যাপক আলোচনায় আসে।

ওয়াই/এইচএম

মন্তব্য করুন

daraz
  • এডিটর'স চয়েস এর পাঠক প্রিয়
X
Fresh