• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঈদ পোশাক নিয়ে লা রিভ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ জুন ২০১৭, ১২:৪৯

বাংলাদেশের ফ্যাশনপ্রেমীদের কাছে 'লা রিভ' ইতিমধ্যে একটি নন্দিত নাম।

আর 'ঈদ' ধর্ম, বর্ণ ছাপিয়ে আমাদের দেশের সবচাইতে বড় উৎসব।

এই ঈদকে ঘিরেই তৈরি হয় ফ্যাশন সবচেয়ে বড় আয়োজন।

প্রতিবারের মতো এবারও 'লা রিভ' চলমান আন্তর্জাতিক থিম বা ট্রেন্ডকে দেশীয় ঘরানার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছে।

এবারের থিম জ্যাকসটাপোজ।

এই থিমকে সর্বজন গ্রহণযোগ্য করে তুলেছে লা রিভ।

আধুনিক বিমূর্ত, আধাবিমূর্ত, উচ্চকিত রং, জলরঙের ব্রাশ স্টোক, জ্যামিতিক নকশা, ফ্লোরাল মোটিফের সমন্বয়ই এবারের ঈদ পোশাকের প্রধান উপকরণ।

মেয়েদের পোশাকের সিলয়েট এ ডাবল বা ট্রিপল লেয়ারিং, এসেমেট্রিক হেমলাইনসহ নানারকম ডিটেলিং ব্যবহার হয়েছে এবারের পোশাকগুলোতে।

ফ্লয়ি আর আরামদায়ক কাপড়ে তৈরি টিউনিক, সালোয়ার কামিজ, শ্রাগ ইত্যাদি কাপড়গুলোতে যথাযথ এলাষ্ট্রেশন করা হয়েছে। জ্যামিতিক বিভ্রম, লিনিয়ার গ্রাফিক্স, আর্টি টেক্সারাল প্রিন্ট, জলরং প্রভাবিত প্রিন্ট এসেছে সার্ফেস অর্নামেন্ট হিসাবে।

ছেলেদের পোশাকে সমকালীন প্যাটার্ন প্রাধান্য পেয়েছে। পলিশিলীত অলঙ্করণ এবারের পাঞ্জাবীর প্রধান বৈশিষ্ট্য।

আরামদায়ক ও কর্মক্ষেত্রের জন্য উপযোগী ক্যাজুয়াল বা অফিস ক্যাজুয়ালগুলো তারুণ্যকে আরও সক্রিয় যাপনে অনুপ্রাণিত করবে। টিশার্টের গ্রাফিক্সে এবার নানান নিরীক্ষা প্রতিফলিত হয়েছে।

পোলো শার্টেও আন্তর্জাতিক কাপড় ও প্যাটার্ন নিশ্চিত হয়েছে। ফলে এগুলো ক্রেতাসাধারণের কাছে দারুণভাবে সমাদৃত হচ্ছে।

এছাড়া ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, ডেনিম, চিনোস, সেমি ফর্মাল, ফর্মাল সবগুলো প্রডাক্টস লাইনেই এবার অধিক গুরুত্ব পাচ্ছে।

শিশুদের পোশাকেও একই থিম ব্যবহৃত হয়েছে। বর্ণীল আর আরামদায়ক এই পোশাকগুলোতে শিশুদের জন্য বিশেষ ধরনের উপযোগী কাপড় ব্যবহৃত হয়েছে।

যার সবগুলোই ইকোফ্রেন্ডলী। নানারকম শিশুতোষ গ্রাফিক্স-অলঙ্করণ ছোট সোনামনিদের ঈদকে স্মৃতময় করে তুলবে।

আরকে

মন্তব্য করুন

daraz
  • ঈদ বাজার এর পাঠক প্রিয়
X
Fresh