• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি বাইক রাইডারদের উন্মুক্ত রাখার আহ্বান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:১০

বাংলাদেশে বিদেশি বাইক রাইডারদের সুযোগ উন্মুক্ত রাখার আহ্বান জানালেন পর্যটকরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ট্যুরিজম বোর্ডের কনফারেন্স হলে দম্পতি পর্যটকের ৬৪টি জেলা ঘুরের আসার অভিজ্ঞতা শীর্ষক আলোচনায় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের কাছে এ আহ্বার জানানো হয়।

এ সময় রাশেদ খান মেনন বলেন, দেশে পর্যটন এখন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।

মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ পর্যটনকে আরো উৎসাহিত করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পর্যটন ফোরাম, বিশ্ব পর্যটন সংস্থা, পাটা, ও আইসি’তে বাংলাদেশ এখন সমাদৃত হয়।

মোটরবাইকযোগে পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী ও চৌধুরানী দিপালী আহমেদের ৮৭ দিনে দেশের ৬৪টি জেলা পরিভ্রমণের অভিজ্ঞতা বিনিময় করার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ দম্পতি এই প্রথম মোটরবাইকযোগে প্রতিটি জেলা ঘুরে বেড়িয়েছেন।

সরকার ঘোষিত ‘ভিজিট বাংলাদেশ’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এ ভ্রমণের আয়োজন করা হয়।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh