• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বব্যাংকের ১৬ গাড়ি ও কাগজপত্র তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২

বিশ্বব্যাংক ঢাকা অফিসের ১৬ গাড়ি, কিছু কাগজপত্র ও পাশবই তলব করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জানালেন সংস্থার মহাপরিচালক মইনুল ইসলাম খান।

বুধবার বিশ্বব্যংকের ঢাকা অফিসে এবিষয়ে চিঠি দেয়া হয়।

মইনুল ইসলাম বলেন, বাংলাদেশে কাজ করা বিশ্বব্যাংকের কর্মকর্তারা শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করেছেন। সেজন্য তাদের ব্যবহারের ১৬ গাড়ি, কাগজপত্র ও পাসবই তলব করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের অধীনে বাংলাদেশে কাজ করা বিভিন্ন দেশের লোকজন শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা নিয়েছিলেন। এজন্য তাদের কাগজপত্র, পাস বই দেয়া হয়েছিল। কিন্তু কাজ শেষে বাংলাদেশ ছাড়ার সময় তারা এসব হস্তান্তর করেননি। তাই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করা হয়েছে গাড়িগুলোসহ কাগজপত্র হস্তান্তর ও তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh