• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

কণ্ঠভোটে পাট বিল ২০১৭ পাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯

১৯৬২ সালের জুট অর্ডিন্যান্স আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে কণ্ঠভোটে আইনটি পাস হয়।

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিকের পক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজম সংসদে আইনটি পাসের প্রস্তাব করেন।

গেলো বছরের মে মাসে বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

পাকিস্তান আমলে প্রণীত পাট আইন ভঙ্গের শাস্তি তিন বছর থাকলেও তাতে জরিমানা নির্ধারিত ছিলো না। তবে নতুন আইনে তিন বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নতুন আইনে, পাট ও পাটজাত পণ্যের উন্নয়নের জন্য সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা একটি উন্নয়ন তহবিল গঠন করতে পারবে। সরকার পাট বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন, মজুদ, ক্রয়, বিক্রয় বা ব্রোকারি সংক্রান্ত হিসাব, রিটার্ন তথ্য কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ দিতে পারবে।

এছাড়া সরকার পাটখড়ি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে যে কোনো বা বিশেষ শ্রেণির পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতে পারবে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh