• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

তেলের দাম এ মুহূর্তে কমছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৭

জ্বালানি তেলের দাম কমাতে চেয়েছিলাম। কিন্তু সরকার মনে করছে, এ মুহূর্তে বিশ্বে তেলের দাম যেহেতু বেড়ে গেছে। তাই এ ‍মুহূর্তে কমাচ্ছি না। তবে ভবিষ্যতে আশা রাখি কমবে। জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার একটি ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০১২ সালে যে তেলের দাম ছিল প্রতি ব্যারেল ১০৫ ডলার, দফায় দফায় কমে এক পর্যায়ে ২০১৬ সালে তা ৩৩ ডলারে নেমে আসে। এ প্রেক্ষাপটে বিভিন্ন মহলের দাবির মধ‌্যে ২০১৬ সালের ২৪ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম ৪ শতাংশ এবং অকটেন ও পেট্রোলের দাম ১০ শতাংশের মতো কমানো হয়। এর ক'দিন আগে ফার্নেস অয়েলের দাম প্রতি লিটার ৬০ টাকা থেকে ৪২ টাকায় নামিয়ে আনা হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ভবিষ্যতে হয়ত কমে আসবে। কয়েকমাসের মধ্যে আমরা নীতি তৈরি করতে যাচ্ছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh