• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

‘ক্যানসারের প্রতিকার না, চাই প্রতিরোধ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩২

প্রাণঘাতি রোগ ক্যানসারের প্রতিকার নয়, করতে হবে প্রতিরোধ। সবার আগে চাই জীবনযাত্রায় পরিবর্তন। শনিবার রাজধানীতে গণমাধ্যম ও বিশিষ্টজনদের ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনায় বক্তারা একথা বলেন।

‘বিশ্ব ক্যানসার দিবস’ উপলক্ষে এ আলোচনায় মিডিয়া ব্যক্তত্বরা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা নির্বাহে পরিবারকে যেন নিঃস্ব হতে না হয়, সেজন্যে ক্যানসার চিকিৎসায় সরকারকে ভতুর্কি দেয়ারও পরামর্শ দেন।

ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হচ্ছে আক্রান্তের পরিবার। তাই এ চিকিৎসায় ভর্তুকি দেয়া যায় কি-না, তা নিয়ে ভাবার পরামর্শ আসে আলোচনায়।

ক্যানসার প্রতিরোধে দেশের গণমাধ্যমগুলো কার্যকর ভূমিকা রাখছে বলেও এ সময় জানানো হয়।

সুস্থ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মানসিকতা বদলানোরও পরামর্শ দেন আলোচকরা।

আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক মহাসচিব ইকবাল আরসালান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী, কবি কাজী রোজী (এমপি), ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল, ডা. মো. ফারুক আহমেদ ভূঁইয়া, প্রফেসর মেজবাহ উদ্দিন আহমেদ।

পরিসংখ্যান বলছে, প্রতিবছর বাংলাদেশে ক্যানসারে মারা যায়, এক লাখের বেশি মানুষ। নতুন করে আক্রান্ত হয়, আরো এক লাখ ৪১ হাজার জন। দেশে যেসব রোগে বেশি মানুষ মারা যায়, তার মধ্যে ক্যানসারের অবস্থান ষষ্ঠ। এমন বাস্তবতায়, ‘আমরা পারি, আমি পারি’ এ স্লোগানে বিশ্বব্যাপী পলিত হলো, ক্যান্সার দিবস।

ওয়াই/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh