• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জানুয়ারিতে কমছে জ্বালানি তেলের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৬, ১২:৫৪

আসছে জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেবে সরকার। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় অনেকদিন ধরেই তেলের দাম কমানোর দাবি করছিল বিভিন্ন মহল। বাংলাদেশে সর্বশেষ জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল গেলো ২৪ এপ্রিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৩ টাকা আর অকটেন ও পেট্রোলের দাম ১০ টাকা কমানো হয়।

আর আগে ৩১ মার্চ ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৬০ টাকা থেকে কমিয়ে ৪২ টাকা করা হয়।

এ বছর অর্থনীতির অবস্থা খুব ভালোভাবে যাচ্ছে উল্লেখ করে মুহিত বলেন, ‘এ অর্থবছর শেষে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ।’

ওয়াই/ এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh