• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৫ বছরের আগে বেতন বাড়বে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৬, ১৬:১৯

পোশাক খাতের শ্রমিকদের সবশেষ বেতন কাঠামো হয় ৩ বছর আগে। আরো ২ বছর পর বেতন বাড়ানোর বিষয়ে বিবেচনা করা হবে। আগে যে ওয়েজবোর্ড ঘোষণা করা হয়েছে তার শতভাগ কার্যকর করা হয়েছে। বললেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গার্মেন্টস বিষয়ক ক্রাইসিস কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শ্রমপ্রতিমন্ত্রী বলেন, দেশে ৫৩০টি ট্রেড ইউনিয়ন ও ৪৩ টি ট্রেড ফেডারেশন চালু আছে। তাদের কাছ থেকে বেতন বাড়ানোর জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। তবে কেউ ব্যক্তিগতভাবে আবেদন করলে তার দায় আমাদের না।

চুন্নু বলেন, আশুলিয়ার স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে ওই এলাকায় বাড়ি ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত, তবে এটা সারাদেশের সিদ্ধান্ত নয়। সরকার সিদ্ধান্ত নিলে সারাদেশের জন্যই নেবে।

তিনি আরো বলেন, কারা শ্রমিকদের আন্দোলনে উস্কানি দিচ্ছে তার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। যারা সরকারের ভালো চায় না তাদের ইন্ধন থাকতে পারে।

শ্রমপ্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের যারা ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তাদের খোঁজা হচ্ছে। শ্রম আইন অনুযায়ী কারখানার মালিক যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরে মালিকরা শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা আমার জানা নেই। আমি এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।

এমসি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh