• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১০:৫৫

৫ দিন পর চালু হলো আশুলিয়ায় বন্ধ থাকা ৫৯টি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে খুলে দেয়া হয় বন্ধ থাকা পোশাক কারখানা। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান জানান, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী কারখানা খুলে দেয়া হয়।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শ্রমিকদের অনুরোধে সার্বিক অর্থনৈতিক দিক বিবেচনা করে মালিকদের কারখানা খুলে দিতে অনুরোধ করেছি।

জানা যায়, মজুরি বৃদ্ধি, কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই না করা, বাড়ি ভাড়া বৃদ্ধি না করাসহ ১১ দফা দাবিতে ১১ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ২০ ডিসেম্বর ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। পরের দিন আরো চারটি কারখানা বন্ধ করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh