• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারবাজারে বড় দরপতন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৮, ১৬:২১

বড় ধরনের দরপতনে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারে লেনদেন। মূল্য সূচকের পতনের পাশাপাশি শেয়ারবাজারে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেয়া প্রায় ৭৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এ বাজারে আজ কমেছে লেনদেনও কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

রোববার ডিএসইতে ৪৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ৭৩ লাখ টাকা কম। গত কার্যদিবসে ডিএসইতে ৪৭৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৯টির, কমেছে ২৫৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪১০ পয়েন্টে।

সিএসইতে আজ লেনদেনে অংশ নেয় ২৪৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh