• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

প্রবৃদ্ধি ৭.১ শতাংশ হবে, বলছে আইএমএফ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৩৬

আগামী ২০১৯ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। তবে ২০২৩ সাল নাগাদ এই প্রবৃদ্ধির হার কমে দাঁড়াতে পারে ৭ শতাংশে।

আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুট ২০১৮ প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংস্থাটি।

এর আগে গত ২ অক্টোবর বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়। বিশ্বব্যাংকের সঙ্গে আজ কাছাকাছি পূর্বাভাস জানালো আইএমএফ।

তবে এই প্রবৃদ্ধি আরেকটি দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি সাড়ে ৭ শতাংশ এবং সরকারের ৭ দশমিক ৮ শতাংশ প্রাক্কলিত প্রবৃদ্ধি থেকে অনেক কম।

আইএমএফের হিসাবে, চলতি বছর শেষে বাংলাদেশে ভোক্তা মূল্য সূচক (মূল্যস্ফীতি) ৫ দশমিক ৮ শতাংশ ও আগামী বছর ৬ দশমিক ১ শতাংশে পৌঁছাবে।

তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসায় নীতি নিয়ে উত্তেজনা ও আমদানি শুল্ক আরোপের কারণে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধি বাধাগ্রসস্ত হবে বলে আইএমএফের পূর্বাভাস বলছে।

সংস্থাটির হিসাবে, ২০১৮ ও ২-১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ, যা আগে ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জানানো হয়।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সাকিবকে ছোট করা মানে দেশ এবং জাতিকে ছোট করা’
টরেন্টোগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফের ঢাকায় জরুরি অবতরণ
এবার নাগপুরের ব্যবসায়ীদের চোখ বাংলাদেশে 
চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh