• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৬, ১৭:২৯

বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বেলা ১১ টায় চলতি অর্থবছরের (২০১৬-১৭) জন্য এই মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মার্চে গভর্নরের দায়িত্ব গ্রহণের পর এটাই হবে ফজলে কবিরের প্রথম মুদ্রানীতি ঘোষণা।

নতুন মুদ্রানীতি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল বলেন, বিনিয়োগবান্ধব, প্রবৃদ্ধি সহায়ক মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও লক্ষ্য রাখা হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখেই নতুন এ মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে। একটি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই মাসে এবং অন্যটি জানুয়ারি মাসে ঘোষণা করা হয়। এর মাধ্যমে পরবর্তী ছয় মাসে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh