• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-কলকাতা রুটে উড়বে ইন্ডিগোর বিমান

আরটিভি অনলাইল রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৮, ১৩:০৮

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারতের বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইন্ডিগো এয়ারলাইনস। এয়ারলাইনসটি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে।

জানা গেছে, এরই মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইনসটিকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।

বেবিচক সূত্র বলছে, বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য ইন্ডিগোর আবেদন যাচাই-বাছাই শেষে চলতি বছরের ৫ এপ্রিল ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয় বেবিচক। এয়ারলাইনসটিকে কলকাতা-ঢাকা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার জন্য ইন্ডিগোকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় এয়ার সার্ভিসেস এগ্রিমেন্টের শর্ত মানতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী আইএমএফ, তবে
--------------------------------------------------------

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে ভাড়া ও অন্যান্য বিষয় নির্ধারণ করা হবে। আশা করা হচ্ছে, আগামী মাস থেকেই সপ্তাহে সাতটি ফ্লাইট শুরু হবে। রুটটিতে ফ্লাইট পরিচালনার জন্য ১৬৫ আসনের এয়ারবাস এ৩২০ নিও উড়োজাহাজ ব্যবহার করা হবে।

২০০৬ সালে চালু হওয়া ইন্ডিগোর প্রধান কার্যালয় ভারতের গুরগাঁওয়ে। পাঁচ বছর ভারতের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পর ২০১১ সালে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পায় এয়ারলাইনসটি। বর্তমানে ইন্ডিগো ৪২টি অভ্যন্তরীণ ও আটটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিফ হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টির
বাংলাদেশি সিনেমার মস্কো জয় 
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর 
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি সালমান, সম্পাদক প্রিজম
X
Fresh