• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাড়ছে না করমুক্ত আয় সীমা: এনবিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ১৯:০২

আগামী অর্থবছরেও বাড়ছে না ব্যক্তিশ্রেণি করদাতার করমুক্ত আয়ের সীমা। ব্যবসায়ীদের দাবির মুখে এবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানালেন, করমুক্ত আয় সীমা আড়াই লাখ টাকাই থাকছে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে ঢাকা চেম্বারের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, করের পরিমাণ কমিয়ে রাজস্ব বাড়ানোর পথে হাঁটছে সরকার।

আসছে ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই দাবি-দাওয়া জানতে এনবিআর-এর এই প্রাক বাজেট আলোচনা।

এতে ব্যক্তিশ্রেণি করদাতার করমুক্ত আয় সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার দাবি জানান ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান।

শেয়ারবাজারে নন লিস্টেড কোম্পানির করপোরেট কর হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে আনার পাশাপাশি প্যাকেজ ভ্যাটের টার্নওভার এক কোটি ২০ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর দাবি জানান তিনি।

তবে এনবিআর চেয়ারম্যান জানান, করমুক্ত আয় সীমা আগের মতোই থাকছে। তবে করের পরিমাণ কমিয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, করপোরেট কর হার কমিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে।

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে যে ৬ জেলায়
শাকিবের সঙ্গে বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ফ্রেজারের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দিল্লির রান পাহাড়
X
Fresh