• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এম সিকিউরিটিজকে ১০ লাখ জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৮, ১২:২৭

আইন লঙ্ঘনের দায়ে এম সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৬২৩তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৮ এ (১), (২), (৩ আইএ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১; দ্বিতীয় তফসিল-এর আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন করেছে ব্রোকারেজ হাউজটি।

একই বিধিমালার দ্বিতীয় তফসিলের আচরণ বিধি ১ ও লঙ্ঘন করেছে তারা।

নগদ বিও হিসাবে মার্জিন ঋণ সুবিধা দিয়ে মার্জিন রুলস ১৯৯৯-এর ধারা ৩(১) এবং (২) অমান্য করেছে এম সিকিউরিটিজ।

পর্যাপ্ত ব্যালান্স না থাকা সত্ত্বেও কর্মচারীর আত্মীয়দের অর্থ প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ ও দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ভঙ্গ করেছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের ঋণ দিয়ে মার্জিন রুল ও কমিশনের সংশ্লিষ্ট নির্দেশনা অমান্য করেছে প্রতিষ্ঠানটি।

এর বাইরে হিসাব খোলার ফরম পূরণ না করেই সংরক্ষণ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ৮(১) (সিসিসি) এবং সিডিবিএল বাই লজ ৭.৩.৩ (বি) লঙ্ঘন করেছে এম সিকিউরিটিজ।

এসব অনিয়মের কারণে কমিশন এম সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।

এসআর

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান এম ইউ কবীর চৌধুরী
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
এমন মুগ্ধ হয়ে এর আগে দেখিনি : পরীমণি
X
Fresh