• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এবার এবি ব্যাংকের নতুন চেয়ারম্যানকেও তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪৮

এবার আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান এম এ আউয়ালকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে পরিচালক বি. বি. সাহা রায়কেও তলব করা হয়েছে।

দুই কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে তলব করে তাদের চিঠি দেয়া হয়েছে। চিঠিতে তাদের আগামীকাল ৮ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

একই ঘটনায় গত ২৮ ও ৩১ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

এছাড়া আজ রোববার জিজ্ঞাসাবাদ চলছে ব্যাংকটির ৬ পরিচালক ও এক ব্যবসায়ীর।

অনুসন্ধান কর্মকর্তা ও দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবং সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে এ ঘটনায় ব্যাংকটির ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, পিজিএফ নামের দুবাই ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে দুই কোটি ডলার ঋণ হিসেবে দেয়ার কথা বললেও ওই কোম্পানির কোনো কর্মকর্তাদের নাম বা পরিচয় কাগজপত্রে দেখাতে পারেনি এবি ব্যাংক কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান এম ইউ কবীর চৌধুরী
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh