• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

রেমিটেন্স বাড়াতে উপজেলা শহরেও বন্ড বিক্রি করবে ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:২১

রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়াতে তিন ধরনের সঞ্চয় বন্ডের বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।এর অংশ হিসেবে দেশের সব জেলা-উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজড ডিলার শাখাকে বিক্রি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।

বন্ডগুলো হলো- ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড।

সার্কুলারটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজড ডিলার শাখাগুলো এতোদিন উল্লিখিত তিন ধরনের সঞ্চয় বন্ড বিক্রি করতো না।এতে করে বিভিন্ন দেশের অনিবাসী ওয়েজ আর্নাররা তাদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে ওই তিন ধরনের বন্ড কিনতে পারতেন না। ফলে এ খাতে বিনিয়োগ কমে যাচ্ছে। পাশাপাশি রেমিটেন্সের আন্তঃপ্রবাহও বিঘ্নিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ওই কারণে বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলোকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে।

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২ মে)
সরকারি প্রতিষ্ঠানও কর না দিতে তদবির করে: এনবিআর চেয়ারম্যান
শ্রমিকের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে সরকার: রাষ্ট্রপতি
অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে : প্রধানমন্ত্রী
X
Fresh