• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তথ্য গোপন করায় ওয়াটা কেমিক্যালের এমডিকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৪

মূল্য সংবেদনশীল তথ্য গোপনের অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলামকে জরিমানা করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।

আজ মঙ্গলবার বিএসইসির ৬২১তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে, ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম এবং আবু সাদাত মো. সায়েম নামে এক বিনিয়োগকারী ২০১১ সালের ১৬ জানুয়ারি বন্ধ কোম্পানিটি চালু করার লক্ষ্যে অর্থায়নের জন্য শর্ত সাপেক্ষে একটি সমঝোতা স্মারক সই করেন। পরে কোম্পানিটি চালু করেন। এটি মূল্য সংবেদনশীল তথ্য হলেও তখন প্রকাশ করা হয়নি। যা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।

ওই আইন লঙ্ঘের অপরাধে মো. নজরুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

অন্যদিকে, ২০১৪ সালের এপ্রিল মাসের মাসিক মূলধন এ শেয়ার ধারণের পরিমাণ যথাযথভাবে প্রদর্শন না করায় পরিচালক ও স্পন্সর এ এইচ এম আব্দুল্লাহ ও এম এ মান্নানকে সতর্কপত্র ইস্যু করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh