• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ফেব্রুয়ারি থেকে শুদ্ধাচার চর্চা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:২৬

নতুন বছরের ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার মানতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে আবারো নির্দেশনা জারি করে তা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর অপর এক সার্কুলারে একই নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সততা, নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি এবং পণ্য ও সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ওই গাইডলাইনের আলোকে বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানকে চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।

২০১৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওই কোড অব কন্ডাক্ট যথাযথভাবে অনুসরণ করতে হবে।

রূপকল্প-২০২১ অনুযায়ী একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে।

ব্যাংক ও আর্থিক খাতে এ শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে এ কোড অব কন্ডাক্ট মেনে চলার নির্দেশনা জারি করা হয়েছে।

এসআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোলা বাজারে ১২৫ টাকার নিচে মিলছে না ডলার
একদিনেই কেন ডলারের দাম ৭ টাকা বেড়ে গেলো?
নীতি সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, স্মার্ট হার প্রত্যাহার
ডলারের দাম এক লাফে বাড়ল ৭ টাকা
X
Fresh