• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে এলএনজি নির্মাণে এডিবির ৫৮ কোটি ডলার পাচ্ছে রিলায়েন্স

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:০০

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও বিদ্যুতকেন্দ্র নির্মাণে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স। এজন্য কোম্পানিটিকে ৫৮ কোটি ৩০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন দিয়েছে।

ভারতের ধনকুবের অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের বরাতে ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ঢাকার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি মেঘনাঘাটে নির্মাণ করা হচ্ছে। এছাড়া কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় হবে এলএনজি টার্মিনালটি।

পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ডলার।

এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের মহাপরিচালক মাইকেল ব্যারো বলেছেন, রিলায়েন্সের সঙ্গে এডিবির অংশীদারিত্ব বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।

রিলায়েন্স পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেনুগোপালা রাও বলেছেন, এটি একটি বড় প্রকল্প। যার মাধ্যমে বাংলাদেশের বিদ্যুত খাতে সহায়তা হবে।

এই প্রকল্প থেকে প্রাথমিকভাবে ৭৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হবে। পরবর্তীতে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh