• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন ডলার ছাড়াবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:২৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এক্ষেত্রে গ্যাস, বন্দর সমস্যা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। এসব সমস্যা সমাধানে সরকার সচেতন রয়েছে। আশা করছি, রপ্তানি আয় ৫০ নয়, ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

আজ রোববার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসতে সব শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, জীবন চলার পথে অনেক বাধা আসবে। তা অতিক্রম করে সামনে এগিয়ে চলতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জীবনে কোনোদিনই হাল ছাড়তে নেই। আমি ব্যক্তিগতভাবে খালি পায়ে স্কুলে গিয়েছি। আত্মীয়ের বাড়িতে ঘরের বারান্দায় থেকে পড়াশোনা করেছি। তখন যদি ত্যক্ত-বিরক্ত হয়ে পড়ালেখা বাদ দিতাম, তাহলে আজ আমার কি হতো?

তিনি বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে, প্রাইম ব্যাংক ১১ বছর ধরে এ পর্যন্ত ৩ হাজার ১৪৫ জনকে শিক্ষাবৃত্তি দিয়েছে। এ বছর পাচ্ছে ৩৪০ জন। আশা করি, প্রাইম ব্যাংক তাদের এ মহতী উদ্যোগ অব্যাহত রাখবে।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ কামাল খান চৌধুরী, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যন মো. নাদের খান, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইকবাল আনোয়ার প্রমুখ।

এসআর/এপি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh