• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইপিজেডে ট্রেড ইউনিয়ন নয়: বাণিজ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৭, ২০:০০

দেশে নতুন করে ট্রেড ইউনিয়নের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যমান ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমেই ট্রেড ইউনিয়নের কাজ চালানো সম্ভব বলে মনে করেন তিনি।

আজ মঙ্গলবার শ্রম আইন সংশোধন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

শ্রম আইন সংশোধন বিষয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ ঠিক রেখেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আজ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আইন সংশোধনের বিষয়ে অবগত করা হবে। মন্ত্রী আশা করেন, প্রধানমন্ত্রী এই বিষয়ে সম্মতি দেবেন।

মন্ত্রী জানান, আগামীকাল জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শ্রম আইন সংশোধনের প্রস্তাব তোলা হবে।

আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ছাড়া পোশাক কারখানা সংশ্লিষ্ট মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও এসময় উপস্থিত ছিলেন।

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এ শ্রমিকদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়ন চেয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এর আগে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ইপিজেডগুলোতে যারা কারখানা করেছেন তাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেখানে কোনো ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হবে না। কাজেই এখানে ট্রেড ইউনিয়ন করা যাচ্ছে না।

“কিন্তু ইইউ চাচ্ছে সেখানে ট্রেড ইউনিয়ন হোক। তাই কিভাবে ট্রেড ইউনিয়ন করা যায়, তার ফর্মুলা বের করতে হবে। যাতে ইইউর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট না হয়। তারা আমাদের ভালো বন্ধু।”

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির আরও এক নেতা বহিষ্কার
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
২ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত
জিম্মি জাহাজে অভিযানে মালিকপক্ষের আপত্তি
X
Fresh