• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের পেঁয়াজের দাম লাগামহীন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৭, ১৫:৫৫

বেড়েই চলছে পেঁয়াজের দাম। পাগলা ঘোড়ার মতো এটি লাগামহীন। কিছুতেই থামছে না এর ছুটে চলা। কোথায় থামবে তাও জানা নেই।

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম মানভেদে বাড়ানো হয়েছে ১০ থেকে ২০ টাকা। এক মাসে তা দাঁড়িয়েছে দ্বিগুণ। গেলো সপ্তাহে যে পেঁয়াজের দাম ছিল ৫০ টাকা তা এখন বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সিটি করপোরেশনের মূল্য তালিকায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ থেকে ৪২ লেখা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে।

আমদানি করা খোসা ওঠা ভারতীয় পেঁয়াজ এক সপ্তাহ আগেও বিক্রি হতো ৪০ থেকে ৪৫ টাকায়। আর এ সপ্তাহে বড়টি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। আর ভাল মানের পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায়।

লাগামহীন দাম বাড়ার পেছনে কোনো সদুত্তর নেই। দোষ চাপানো হয় হয় অন্যের ওপর। যার কোনো যৌক্তিকতা নেই।

ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানি করতে প্রায় দ্বিগুণ খরচ পড়ছে। ভারতে পেঁয়াজের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারে।

ব্যবসায়ীদের অজুহাতের কোনো শেষ নেই। বৃষ্টি হচ্ছে, তাই দাম বেশি। রাস্তায় চাঁদাবাজি, তাই দাম বেশি। পরিবহন ব্যয় বেশি, তাই দাম বেশি।

কিছুটা আমদানি ব্যয় বেড়েছে। কিন্তু এর সীমাটা কত? সব কিছুই যুক্তির মধ্যে থাকবে। এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হতে পারে? এর কোনো যৌক্তিকতা আছে? ক্রেতা খোঁজে পাননা এর জবাব।

তদারকি না থাকায় নৈরাজ্য চলছে সিটি করপোরেশনের বেঁধে দেয়া মূল্য তালিকায়। করলা, বেগুনসহ অন্যান্য সবজির দাম এখনো ঊর্ধ্বমুখী। কয়েক মাস আগে ৫০ টাকা কেজির চাল বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হলেও কেজিতে কমেছে ২ থেকে চার টাকা। সব কিছুর দাম বাড়ায় ক্ষোভে ফুঁসছেন ক্রেতারা। সরবরাহ কম থাকার অজুহাত বিক্রেতাদের।

কিন্তু নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে বাড়ে না পকেটের টাকা। তাই সাধ আর সাধ্যের সমীরকণ এক বিন্দুতে মিলছে না। বরং দিন দিন এর দূরত্ব বেড়েই চলছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh