• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই দিন দরপতনের পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৭, ১৩:৩১

টানা দুইদিন দরপতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে দেখা যাচ্ছে দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) দুই বাজারেই আজ সূচক বাড়ছে। তবে লেনদেনের গতি কম।

দুপুর ১টা নাগাদ দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ডিএসইএক্স সূচক ছয় হাজারের ঘর অতিক্রম করে। সূচকটি এ সময় অবস্থান করছে ছয় হাজার ১০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৪৭ লাখ টাকা।

এ সময় পর্যন্ত লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

গতকাল মঙ্গলবার প্রায় ১৪ পয়েন্ট কমে এ সূচক দাঁড়ায় ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। গত দুই কার্যদিবস ডিএসইএক্স দর হারায় ৭৩ পয়েন্ট।

এদিকে, আজ বুধবার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই প্রায় ১৪১ পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে ১৮ হাজার ৬৪২ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ১৮ কোটি টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৫০টির। দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
X
Fresh